ঢাকা ছাড়ল বিশ্বকাপের নারী দল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিশ্বকাপে খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই দলের এক ক্রিকেটার ও দুই সাপোর্টস্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের ছাড়াই রওনা হয়ে যায় দলটি। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা ছাড়ে দলটি।
বিসিবির এক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়া তিনজনকে ৮ দিন আইসোলেশনে থাকতে হবে। নিউজিল্যান্ডে পৌঁছে বাংলাদেশ দলকে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে।
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ থাকছেন নিউজিল্যান্ডের স্থানীয় দল।
আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৭ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে।
পরের ম্যাচ গুলোতে বাংলাদেশ দল ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। ৩ এপ্রিল হবে ফাইনাল।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলে পেসার জাহানারা আলমকেও রাখা হয়েছে। এর আগে মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের ছিলেন না জাহানারা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, শৃঙ্খলাজনিত কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মন্ডল, শোভনা মোস্তারি, ফারিহা ইসলাম, সুরাইয়া আজমীম, সানজিদা আক্তার (রিজার্ভ), নুজহাত তাসনিয়া (রিজার্ভ)।
এসএ/