প্রথম ওভারেই কোহলি-রোহিতকে সাজঘরে ফেরালেন সাকিব


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২:০১ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


প্রথম ওভারেই কোহলি-রোহিতকে সাজঘরে ফেরালেন সাকিব
ফাইল ফটো

বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের জাদুতে এক ওভারেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন ভারতের দুই দুর্ধর্ষ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। ১১ তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসেই এই দুই ব্যাটারকে মাঠছাড়া করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে বোল্ড করেন সাকিব। এরপর চতুর্থ বলে সাকিবের ফাঁদে পড়ে ক্যাচ তুলে বিদায় নেন বিরাট কোহলি। এরআগে, সোমবার (৪ ডিসেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বোলিংয়ে নেমে মাত্র ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ।


ইনিংসের শুরুতে বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে এসে এক বাউন্ডারিসহ ৫ রান দেন পেসার হাসান মাহমুদ। তৃতীয় ওভারে আবারও বোলিংয়ে আসেন ফিজ। এবার ৬ রান দিয়ে ওভার শেষ করেন তিনি। 


চতুর্থ ওভারে স্পিনার মিরাজের হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন। মাত্র এক রান দিয়ে ওভার শেষ করেন তিনি। পঞ্চম ওভারে হাসান মাহমুদের বিপক্ষে ১০ রান তুলে নেয় ভারত। এরপর আবারও আক্রমণে আনা হয় মিরাজকে। ওভারের দ্বিতীয় বলেই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের উইকেট তুলে নেয় টাইগাররা। মিরাজের বলে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করলে ব্যাটে লেগে স্টাম্পে লাগে বল। মাত্র ৭ রান করেই সাজঘরে ফেরেন ধাওয়ান। 


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান। শ্রেয়াস আইয়ার ৬ আর কেএল রাহুল ৩ রানে অপরাজিত আছেন।


বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।


ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।