‘রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছি’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৫ এএম, ৫ই ডিসেম্বর ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা করছে সরকার।
আজ রোববার (৪ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, এবার রমজান মাসে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সব দফতর ও মন্ত্রনালয়ের সঙ্গে আমরা বৈঠক করছি। আশা করা যায় এবার রমজান মাসে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে আমদানি-রপ্তানিসহ সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি’র এ সভা অনুষ্ঠিত হয়।
জেবি/ আরএইচ/