তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামান
খেলা হবে ফখরুল সাহেব, আমীর খসরু সাহেব: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৭ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২

বাংলাদেশকে বাঁচাতে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দেশের উন্নয়ন বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। খেলা হবে ডিসেম্বরে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, খেলা হবে দেখে যান ফখরুল সাহেব, আমীর খসরু সাহেব। সংবিধান সংশোধন হবে না, মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন। আপনারা প্রতিদিন নতুন স্বপ্ন দেখেন।
ওবায়দুল কাদের বলেন, গত ৪৭ বছরে সফল নেত্রীর নাম শেখ হাসিনা, দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। অতএব শেখ হাসিনার বিকল্প কিছু নাই।
জেবি/ আরএইচ/