হঠাৎ হারের পথে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২

সহজ ম্যাচ ফের হাতছাড়া করতে চলেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে প্রথম ওয়ানডেতে মাত্র ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরেও এখন পরাজয়ের পথে তারা। ৯৩ রানে ৩ উইকেট হারানো টাইগাররা এখন ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩৫ রান।
মুশফিক-মাহমুদুল্লাহ'র পর আর কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে ম্যাচ হাতছাড়া করছে তারা। জয়ের জন্য বাংলাদেশের এখন প্রয়োজন ৬৭ বলে ৫২ রান। হাতে আছে মাত্র ২ উইকেট।