রমজানে পণ্য আমদানিতে এলসি সহজ করার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৩ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২
আসন্ন রমজান মাসে পণ্যের মূল্য নিয়ন্ত্রন ও সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সহায়তা দিতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে নিত্যপণ্যের আমদানি এলসি সহজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (৪ ডিসেম্বর) এবিবির বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেছেন নতুন মুখপাত্র মো. মেজবাউল হক।
মেজবাউল হক বলেন, আজকের বৈঠকে বেশ কিছু গুরত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এলসি সহজীকরণের বিষয়টি। এ নিয়ে ব্যাংকগুলোর এমডিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এলসি প্রসঙ্গে তিনি আরও বলেন, রমজানে নিত্যপণ্যের আমদানি অর্থায়নের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।