শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৪ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২

সহজ ম্যাচ কঠিন করে ফেলা যেন বাংলাদেশের চিরাচরিত নিয়ম। ভারতের দেয়া সহজ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে ভালো শুরু করলেও শেষের দিকে জেতা ম্যাচ হাতছাড়া করতে বসেছিল টাইগাররা। কিন্তু মেহেদি মিরাজের অনবদ্য ক্যামিও শেষ পর্যন্ত বাংলাদেশকে জয় এনে দেয়। ফলে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল।
ভারতের বিপক্ষে মাত্র ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরেন টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত। দীপক চাহারের করা স্লো সুইঙ্গারে ব্যাট লাগিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন এই বাঁহাতি ওপেনার। শান্তর ক্যাচটি সহজভাবে লুফে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
শান্ত'র বিদায়ের পর মাঠে এসে ম্যাচের হাল ধরেন আনামুল হক বিজয়। আনামুল ও লিটনের জুটিতে ধীরে ধীরে রানের চাকা সচল রাখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ সিরাজের সহজ বল খেলতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন বিজয়। ২৯ বল খেলে ব্যক্তিগত ১৪ রানে থামেন বিজয়। এরপর ম্যাচের হাল ধরেন সাকিব-লিটন জুটি। ধীরে ধীরে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিতে ব্যাট করছিলো তারা। কিন্তু ২০তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বল এগিয়ে কাট করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দেন লিটন। ৪১ রানে শেষ হয় বাংলাদেশের এই সেরা ব্যাটারের ইনিংস।
লিটনের বিদায়ের পর সাকিবও বেশিক্ষণ থিতু হতে পারেননি। মুশফিকের সঙ্গে ২১ রানের জুটি গড়ে দলীয় ৯৫ রানে সাজঘরে ফেরেন তিনি। ওয়াশিংটনের বলেই কোহলিকে ক্যাচ দেন সাকিব। সাকিবের পর ম্যাচের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ এবং মুশফিক। ৩৩ রানের এক পার্টনারশিপ গড়ে শার্দুল ঠাকুরের বলে এলবিডাব্লিউ'র ফাঁদে পড়েন রিয়াদ।
রিয়াদের পর একই পথে হাঁটেন মুশফিকও। সিরাজের বলে ইনসাইড এজ হয়ে সাজঘরে ফেরেন তিনি। মুশির বিদায়ের পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে দূরে ঠেলে দেন কুলদীপ সেন। এরপরই সিরাজের বলে সাজঘরে ফেরেন হাসান মাহমুদ। ফলে ৩ উইকেটে ৯৪ রান করা বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৩৬ রান। শেষে ফিজকে সঙ্গী করে মেহেদি মিরাজের এক অনবদ্য ক্যামিও ইনিংসের উপর ভর করেই জয় তুলে নেয় টাইগাররা।
ভারতের হয়ে ৩টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। দুইটি করে উইকেট নেন কুলদীপ সেন এবং ওয়াশিংটন সুন্দর। এরআগে, প্রথম ইনিংসে সাকিব এবং এবাদত হোসেনের বোলিং তোপে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় ভারত। কেএলরাহুলের সর্বোচ্চ ৭৩ রানের উপর ভর করেই এই সংগ্রহ করে দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করে এদিন বিদায় নেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এছাড়া আইয়ার করেন ২৪ রান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।