ব্যবসায়ীদের এলসি ওপেন নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৬ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। তারা দুই-চারদিনের মধ্যে এলসি ওপেন করবে। বর্তমানে আমদানি পণ্যের যে স্টক রয়েছে তা যথেষ্ট।
আজ রবিবার (৪ ডিসেম্বর) বিকালে রংপুরের দুদিনের সফরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্য-পণ্যের ব্যাপারে চিন্তা করার কিছু নেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি। ডলারের বিপরীতে দেশে টাকার দাম কমেছে। এ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা রমজানের জন্য বিশেষ আমদানির ব্যবস্থা করছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।