সেরা ভ্যাটদাতা হলো যে ৯ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪২ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২
প্রতি বছরের ন্যায় এবার ৯ টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচন করে তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যে উৎপাদন, ব্যবসা ও সেবা—এই তিন ক্যাটাগরির তিনটি করে প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হচ্ছে।
গতকাল রোববার (৪ ডিসেম্বর) এনবিআরের ভ্যাট বিভাগ এ তালিকা প্রকাশ করেছে।
পুরস্কার পাওয়ার তালিকায় প্রতিষ্ঠান গুলো হলো- উৎপাদন খাতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এসএমসি এন্টারপ্রাইজ। ব্যবসায় শ্রেণিতে আছে গাজীপুরের ওয়ালটন প্লাজা, আগোরা লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড।
এছাড়া সেবা ক্যাটাগরতে তিন সেরা ভ্যাটদাতা হলো বিকাশ লিমিটেড, আইএফআইসি ব্যাংক এবং নগদ লিমিটেড।
জেবি/এসবি