ভারতকে হারিয়েই ব্যাডমিন্টন খেলতে ঢাবিতে সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অলরাউন্ডিং পারফর্মেন্সের ওপর ভর করেই ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে এক দারুণ দিন কাটানোর পর সাকিবের চোখ এবার ভিন্ন খেলায়।
শীতকালে দেশের কোণায় কোণায় যে খেলাটি বেশি জনপ্রিয়তা পায়, সেটি ব্যাডমিন্টন। ভারতের বিপক্ষে এমন জয়ের পর ফুরফুরে মেজাজ ধরে রাখতে টাইগার অলরাউন্ডার রোববার (৪ ডিসেম্বর) রাতে হঠাৎ হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে। সেখানে ভক্তদের সঙ্গে খেলেছেন ব্যাডমিন্টন।
সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ব্যাডমিন্টন কোর্টে তার সঙ্গী মোহাম্মদ আকরাম ভূঁইয়া। যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সাকিবের ওই ভক্ত সামাজিক মাধ্যমে লেখেন, 'বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই। হাকিম চত্বরে আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলেন। আমি তখন আনন্দে আকাশে ভাসছি। ধন্যবাদ, সাকিব ভাই।'
ভারতের বিপক্ষে ১ উইকেটে জয়ের ম্যাচে সাকিব বল হাতে ৩৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। যা বাংলাদেশের জয়ের ভিত করে দেয়। এরপর ব্যাট হাতে তিনি ৩৮ বল মোকাবিলায় করেন ২৯ রান। ভারতের ১৮৬ রানের জবাবে ৪ ওভার হাতে রেখে দশম উইকেটে বাংলাদেশকে জয় এনে দেন মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।