ম্যাচের আগে ব্রাজিলকে দ. কোরিয়ার কোচের হুমকি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলছে ব্রাজিল ফুটবল দল। নকআউটে দলটির প্রতিপক্ষ এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। আজ সোমবার (৫ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি হবে দু'দল। সোমবার দিন যায় রাত ১টায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়বেন কোচ পাওলো বেন্তোর দ. কোরিয়া।
এদিকে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে তিতের দল ব্রাজিলকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাস দেখিয়েছেন পাওলো। তিনি বলেন, 'বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে আমরা ভয় পাই না। আমাদের দলেও বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের সুযোগ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা জিততে চাই, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং শেষ বাঁশির আগ পর্যন্ত লড়াই করতে চাই।' এবারের বিশ্বকাপে একের পর এক অঘটনের জন্ম দিয়েছে কথিত ছোট দলগুলো। আর্জেন্টিনা ও ব্রাজিল হেরেছে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে। জার্মানি ও স্পেনকে হারিয়ে দিয়েছে জাপান। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে জিতেছে তিউনিসিয়া।