দেশে রিজার্ভ বেড়েছে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। বর্তমানে ৩৪ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গতকাল রোববার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেসবাউল হক বলেছেন, রেমিট্যান্স এবং রফতানি আয় বাড়ায় রিজার্ভ কিছুটা বেড়েছে। রেমিট্যান্স এবং রপ্তানি দুটিই বাড়ছে। বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে আগামীতে রিজার্ভ আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।
এর আগে গত বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। সেদিন রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। সেদিন ব্যাংকগুলোর কাছে ৭ কোটি ১০ লাখ ডলার বিক্রি করায় রিজার্ভ ৩৪ বিলিয়নের নিচে নেমে যায়। চার দিনের ব্যবধানে রিজার্ভ আবার ৩৪ বিলিয়নে চলে এসেছে। গতকাল দিনশেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার।
বেশ কয়েক বছর আগে থেকেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছিল। ২০২১ সালের আগস্টে রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়।
জেবি/ আরএইচ/