ক্রিকেটার সৈকত হাসপাতালে ভর্তি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:২০ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলাকালে আহত হয়েছেন বাংলাদেশ-এ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।
সোমবার (০৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমানে এ দলের প্র্যাকটিস চলছে সিলেটের মাঠে। তবে বাংলাদেশ ক্রিকেটের এ দলের ওপেনার মোসাদ্দেক হোসেন সৈকত আহত হওয়ার খবরটি জেনেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেবি/এসবি