ইসলামি ব্যাংকগুলো তারল্য সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:০৯ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


ইসলামি ব্যাংকগুলো তারল্য সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

দেশের শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশে ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।


পরে এটি  দেশের সব শরীয়াহ্ ভিত্তিক তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।


সার্কুলারে বলা হয়েছে, আজ থেকেই এটি কার্যকর হবে। ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ তারল্য সুবিধা দেওয়া হবে।


এতে আরও বলা হয়, শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এই সুবিধা গ্রহণের জন্য আবেদন করতে পারবে।

জেবি/এসবি