বাংলাদেশের সঙ্গে হারের পর আইসিসি'র শাস্তির মুখে ভারত


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৮ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


বাংলাদেশের সঙ্গে হারের পর আইসিসি'র শাস্তির মুখে ভারত
আইসিসি থেকে বড় শাস্তি পেল ভারত

প্রায় ৭ বছর পর বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় এসেছে ভারত। যেখানে প্রথম ওয়ানডেতেই মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ের সামনে পরাজিত হয়ে মাঠ ছাড়ে ভারতীয় ক্রিকেট দল। এদিকে, ম্যাচ হারের বেদনা কাটার আগেই আইসিসি থেকে বড় শাস্তি পেল রোহিত-কোহলিরা।


স্লো ওভার রেটের কারণে আইসিসি থেকে জরিমানার মুখে পড়েছে ভারত। শাস্তি হিসেবে প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়। সোমবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রোববার নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল ভারত। এই চার ওভারের প্রত্যেকটির জন্য ২০ শতাংশ করে ও দলটির সকল খেলোয়াড়কে ৮০ শতাংশ জরিমানা করেন ম্যাচে নিযুক্ত রেফারি।


মূলত আইসিসির কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আর্টিকেল ২.২২ অনুসারে এই শাস্তি পেয়েছেন রোহিত-কোহলিরা। এই আইনটি নির্ধারিত সময়ের ওভার-রেটের সাথে সম্পর্কিত। খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য তার দলের শাস্তি মেনে নিয়েছেন এবং প্রস্তাবিত জরিমানা পরিশোধেও স্বীকৃতি জানিয়েছেন। তাই আইসিসিরও প্রয়োজন পড়েনি দলটিকে আনুষ্ঠানিক শুনানি প্রেরণের।