খেলা হবে স্লোগান চলবেই: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৭ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল সাহেব খেলা হবে স্লোগান আপনার পছন্দ নয়। কিন্তু যে স্লোগান জনগণ পছন্দ করে, সেই স্লোগান আমি দিয়েই যাবো, খেলা হবে। ১০ ডিসেম্বর খেলা হবে।
আজ সোমবার (৫ ডিসেম্বর) সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে। আমাদের নেতাকর্মীরা মহানগর জেলা, উপজেলা, ওয়ার্ড, পাড়া-মহল্লায় পাহারায় থাকবে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতা কর্মীদের উদ্দেশে বলেন, স্লোগান যদি দিতে হয় তাহলে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন।
জেবি/ আরএইচ/