শেষ মুহূর্তের রোমাঞ্চে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৭ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


শেষ মুহূর্তের রোমাঞ্চে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড
জয়ের পর বেন স্টোকসের উচ্ছ্বাস

ইংল্যান্ডের কাছে রাওয়ালপিণ্ডি টেস্টে অন্তিম মুহূর্তে হেরে গেছে পাকিস্তান। নির্দিষ্ট সময়ের ১ মিনিট আগে শেষ উইকেট তুলে নিয়ে ৭৪ রানের জয় নিশ্চিত করেছে জেমস অ্যান্ডারসনরা। এই জয়কে ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা জয় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


সিরিজের প্রথম টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনে ইংল্যান্ডের দরকার ছিল ৮ উইকেট। অপরদিকে ২৬৩ রান করতে পারলেই জয় নিশ্চিত হতো পাকিস্তানের। ৩৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ২ উইকেট হারিয়ে ৮০ রান তোলে পাকিস্তান। সোমবার (৫ ডিসেম্বর) শেষ দিনে এই লড়াইয়ে জিতে যায় ইংলিশরা। অবশ্য ইমাম-উল-হক (৪৮), আজহার আলী (৪০), সৌদ শাকিল (৭৬), মোহাম্মদ রিজওয়ান (৪৬) ও আঘা সালমান (৩০) ছোট ছোট ক্যামিও ইনিংসগুলয় ইংল্যান্ডের জয়ের ভিত নাড়িয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের পেসাররাই এই জয় নিজের করে নেয়। জ্যাক লিচ ৫৭তম ওভারের তৃতীয় বলে নাসিম শাহকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে উল্লাসে মাতেন। জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসন ৪টি করে উইকেট নিয়ে ইংলিশদের জয়ে বড় অবদান রাখেন।


সংক্ষিপ্ত স্কোর: 

ইংল্যান্ড ১ম ইনিংস: ৬৫৭ 


পাকিস্তান ১ম ইনিংস: ১৫৫.৩ ওভারে ৫৭৯ (আগের দিন ৪৯৯/৭) (সালমান ৫৩, জাহিদ ১৭, হারিস ১২, আলি ০*; অ্যান্ডারসন ২২-৪-৫২-১, রবিনসন ২১-২-৭২-১, লিচ ৪৯-৭-১৯০-২, জ্যাকস ৪০.৩-৬-১৬১-৬, রুট ১৬-৩-৫৪-০, স্টোকস ৭-০-৩৫-০) 


ইংল্যান্ড ২য় ইনিংস: ৩৫.৫ ওভারে ২৬৪/৭ ইনিংস ঘোষণা (ক্রলি ৫০, ডাকেট ০, পোপ ১৫, রুট ৭৩, ব্রুক ৮৭, স্টোকস ০, জ্যাকস ২৪, লিভিংস্টোন ৭*; নাসিম ৯.৫-০-৬৬-২, আলি ১০-০-৬৪-২, জাহিদ ১১-০-৮৪-২, সালমান ৫-০-৪৭-১) 


পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৩৪৩) ২০ ওভারে ৮০/২ (শফিক ৬, ইমাম ৪৩*, আজহার ০* আহত অবসর, বাবর ৪, শাকিল ২৪*; রবিনসন ৫-০-২২-১, স্টোকস ৪-০-২০-১, অ্যান্ডারসন ২-১-৪-০, লিচ ২-০-১২-০, রুট ২-০-৩-০)