বিএনপিকে সমাবেশ মাঠেই করতে হবে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২০ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশের জন্য মাঠের বিকল্প রাস্তা হতে পারে না। বিএনপিকে সমাবেশ করতে হলে মাঠেই করতে হবে।
আজ সোমবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে এসব কথা বলে বলেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। তবে যারা আগুনসন্ত্রাসের জন্য অর্থ দিয়েছিল, হুকুম দিয়েছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। কিন্তু তাদের গ্রেফতার করা হবে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের জনসভায় ভোগান্তি হলেই তো পত্রিকা লেখে যে, জনসভায় মানুষ হয়েছে তবে ভোগান্তি হয়েছে। জনসভা অবশ্যই ময়দানে হয়। গতকাল যেমন আমরা চট্টগ্রামে জনসভা করেছি লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে।
তিনি বলেন, বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হতে পারে পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ বা টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ কিম্বা বুড়িগঙ্গার তীরেও মাঠ আছে, সেখানেও হতে পারে। এক কথায় তাদের যেকোনো মাঠেই সমাবেশ করতে হবে।
জেবি/ আরএইচ/