রেকর্ড বেতনে নতুন ক্লাবে নাম লেখালেন রোনালদো!


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৯ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


রেকর্ড বেতনে নতুন ক্লাবে নাম লেখালেন রোনালদো!
নতুন ঠিকানায় রোনালদো

আড়াই বছরের চুক্তিতে প্রতি মৌসুমে প্রায় ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিচ্ছেন বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। গেল সপ্তাহে ক্লাবটির সঙ্গে রোনালদোর চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।


চলতি কাতার বিশ্বকাপের আগে ইংলিশ ক্লাব ম্যান ইউকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ক্লাবটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছিলেন এই পর্তুগীজ সুপারস্টার। ফলে বিশ্বকাপের আগেই ক্লাবহীন হয়ে পড়েন তিনি। আগামী জানুয়ারির দল-বদলে তাই রোনালদোকে দলে ভেড়াতে চেষ্টা করছিলো ক্লাবগুলো। রোনালদোর পরবর্তী ক্লাব নিয়েও হচ্ছিলো অনেক আলোচনা। তবে এমন সময় মার্কা জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ না খেলতে পারলেও বেতনের রেকর্ড গড়ে নতুন ক্লাবে যাবেন ৩৭ বছর বয়সী রোনালদো।


বর্তমানে ফুটবল দুনিয়ার সবচেয়ে মূল্যবান ফুটবলার লিওনেল মেসি। পিএসজিতে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ইউরো পান তিনি। তার পরেই রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। মৌসুমপ্রতি ৭০ মিলিয়ন ইউরো পান তিনি।