‘১০ ডিসেম্বর রাজপথ আ.লীগের দখলে থাকবে’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪১ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী ১০ তারিখ রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে। ঐদিন বিএনপি-জামায়াতকে রাজপথে খুঁজে পাওয়া যাবে না।
আজ সোমবার (৫ ডিসেম্বর) রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথ কাউকে ছেড়ে দেয়নি। আর দিবেও না। আপনারা যেমন ছাড় দিবেন না ঠিক আওয়ামী লীগ নেতাকর্মীরাও আপনাদের ছাড় দিবেনা।
মন্ত্রী আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। আমাদের এই দেশটাকে রক্ষা করতে হবে।
জেবি/ আরএইচ/