কোরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টারে ব্রাজিল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে নিজ ভক্তদের আনন্দে ভাসাচ্ছেন নেইমার-ভিনিসিয়াসরা। শেষ ষোলোতে এশিয়ার জায়ান্ট দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে বিশ্বকাপের শেষ আটের টিকিট নিশ্চিত করেছে তিতের শিষ্যরা।
হেক্সার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজকে দারুণ কিছু করে দেখাতে হতো সেলেসাওদের। যেমন চাওয়া তেমন কাজ। দক্ষিণ কোরিয়ার জালে প্রথমার্ধেই ৪ গোল দিয়ে জয় নিশ্চিত করে নেইমার-রিচার্লিসনরা। কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রথম প্রহরে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের ব্যবধানে হারায় ব্রাজিল। গোলবন্যার ম্যাচে সেলেসাওদের হয়ে গোল করেন চার ভিন্ন খেলোয়াড়। ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন ও পাকুয়েতার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন কোচ তিতে। ম্যাচে ৬০ শতাংশ বল ব্রাজিলের দখলে থাকলেও একেবারে ছেড়ে কথা বলেনি দক্ষিণ কোরিয়া। ব্রাজিলের গোলমুখে ৮ বার শট নিয়েছে তারা, যার মাঝে ছয়টি ছিল লক্ষ্যে।
ম্যাচের ৭ মিনিটে প্রথম গোলের দেখা যায় ব্রাজিল। স্কোরশিটে নাম তোলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। এরপর ১১ মিনিটে দক্ষিণ কোরিয়ার ডি বক্সে ফাউলের শিকার হন রিচার্লিসন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি নেইমার। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই সুপারস্টার। ২৯ মিনিটে দলীয় নৈপুণ্যে নজরকড়া এক গোল পান রিচার্লিসন। যা চলতি আসরে তার দ্বিতীয়। ৭ মিনিট পরেই দলকে আবারও এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। ৩৬ মিনিটে ডি বক্সে বেশ দূর থেকে নেয়া দারুণ এক শটে গোল করেন তিনি।
চার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে বেশ সাবধানে খেলতে থাকে তারা। আক্রমণের গতি ছিল কম। সেই সুযোগে ম্যাচে ফেরার জোর প্রচেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৭৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জটলা ভেদ করে হারের ব্যবধান কমান সিউংঘো। ফ্রি কিক থেকে ফিরতি বলে পাওয়া শটে তার এই গোল বিশ্বকাপের অন্যতম সেরা গোল হিসেবেই বিবেচিত হবে, তা নিশ্চিত।