সাকিবকে নিয়ে যা বললেন ডমিঙ্গো


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৪ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২


সাকিবকে নিয়ে যা বললেন ডমিঙ্গো
সাকিব আল হাসান ও রাসেল ডমিঙ্গো

বিরল প্রতিভা বলে সাকিব আল হাসানের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রাধান কোচ রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগের সংবাদ সম্মলেনে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে টেনে এ কথা বলেন তিনি। 


রাসেল ডমিঙ্গো বলেন, ‘দিনশেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেকদিন কোচিং করিয়েছি। জ্যাক ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয় তারা ওরকম বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে না ছয় ব্যাটসম্যান খেলাবে নাকি সাত।


অতিরিক্ত বোলার খেলাবে নাকি ব্যাটসম্যান। এই ধরনের ক্রিকেটারের বিকল্প পাওয়া খুব কঠিন। যদি সে খারাপ ব্যাট করে, ভালো বল করবে। খারাপ বল করলে ব্যাট হাতে পারফর্ম করবে।’।  


ডমিঙ্গোর ব্যাখ্যা, ‘এই ধরনের ক্রিকেটার পাওয়া খুব কঠিন। এধরনের ক্রিকেটার খুব কম, এজন্যই তারা বিরল। আমরা তাকে যতদিন সম্ভব রাখতে চাই। সে যেন সতেজ থাকে, এটা নিশ্চিত করতে চাই।’


জেবি/এসবি