পদত্যাগ করলেন দ. কোরিয়ার কোচ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:০১ এএম, ৭ই ডিসেম্বর ২০২২


পদত্যাগ করলেন দ. কোরিয়ার কোচ
পাওলো বেনতো

ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৪-১ গোলে হারার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেনতো। গতকাল এই ম্যাচের পরপরই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


গণমাধ্যমকে কোচ পাওলো বেনতো বলেন, 'আমি শুধু খেলোয়াড় এবং প্রেসিডেন্টকে বিষয়টি জানিয়েছি। সেপ্টেম্বরেই সিদ্ধান্তটি নিয়েছিলাম। তারা যা করেছে, এর জন্য ধন্যবাদ জানাই। চার বছরেরও বেশি সময় ধরে তাদের কোচ হিসেবে থাকতে পেরে আমি সন্তুষ্ট এবং গর্বিত। এখন আমি বিশ্রামে যাচ্ছি, এরপর দেখব কি হয়।'


উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন ৫৩ বছর বয়সী পাওলো বেন্তো। বিশ্বকাপের আগে এই পর্তুগীজ কোচের অধীনে ৫৩ ম্যাচের ৩৩টি জিতেছে কোরিয়া। হেরেছে মাত্র ৭টিতে।


জেবি/এসবি