দক্ষিণাঞ্চলে পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে কাজ করছে বিসিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৩ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২


দক্ষিণাঞ্চলে পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে কাজ করছে বিসিক
শিল্প সচিবকে শুভেচ্ছা জানাচ্ছেন বিসিক চেয়ারম্যান- ছবি: জনবাণী

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পদ্মাসেতু কেন্দ্রিক দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে টেকসই শিল্পায়নের উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট অঞ্চলভিত্তিক কর্মপরিকল্পনা প্রস্তুত করে বিসিক বরাবর প্রেরণ করেন। 


এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিসিকের বোর্ডরুমে সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান। কর্মশালায় শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধি, বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকা ও খুলনার আঞ্চলিক পরিচালক, বিসিক প্রধান কার্যালয়ের শাখা প্রধান ও দক্ষিণবঙ্গের ২১টি জেলার বিসিক জেলা কার্যালয়ের প্রধানরা উপস্থিত ছিলেন।


কর্মশালার শুরুতে বিসিক চেয়ারম্যানের পক্ষ থেকে শিল্প সচিব ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শেষে স্বাগত বক্তব্য প্রদান করে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনের নির্দেশ প্রদান করেন।


শিল্প সচিব বলেন, বিসিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া একটি প্রতিষ্ঠান। পদ্মাসেতু কেন্দ্রিক দেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহে পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে বিসিকের এই কর্মশালা অত্যান্ত তাৎপর্যপূর্ণ। যেসব অঞ্চলে শিল্পের যে সমস্ত কাঁচামাল সহজলভ্য আমি মনে করি সেই সব অঞ্চলে সেই ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলেই কেবল দেশের উন্নতি সম্ভব।


সভাপতির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, পদ্মাসেতু কেন্দ্রিক দেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহে পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার একটি খসড়া প্রস্তাব কর্মশালা শেষে সচিব, শিল্পমন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে সচিবের সহযোগিত কামনা করেন।

জেবি/ আরএইচ/