এশিয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৯ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
আগামী ৮ ডিসেম্বর থেকে শিল্পকলা একাডেমির আয়োজনে এশিয়ার বৃহৎ আয়োজন ‘১৯তম এশিয় চারুকলা প্রদর্শনী- ২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসবের বিস্তারিত তুলে ধরেন। এছাড়া প্রদর্শনীর জুরিবোর্ডের সদস্যরা আয়োজন নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
জুরি বোর্ডের সদস্যরা হলেন, জারোস্লো পিওত্র সুচান (পোল্যান্ড), মিসেস ইওনা মারিয়া আনা ব্লাজউইক (ইউকে), মি. জগথ ওয়েরাসিংহে (শ্রীলঙ্কা), মিসেস নার্সেরেন তোর (তুরস্ক)। জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহম্মদ, পরিচালক সৈয়দা মাহবুবা করিমসহ অন্যান্য কর্মকর্তারা।
আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রদর্শনী উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
জেবি/ আরএইচ/