কাতার বিশ্বকাপ: নাটকীয়তার ম্যাচে স্পেনকে হারিয়ে কোয়ার্টারে মরক্কো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২

মরক্কোর কাছে হেরে স্পেনের বিদায়
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই একের পর এক চমকের জন্ম দিচ্ছে কথিত ছোট দলগুলো। এবার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে পুরো বিশ্বকে চমকে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো।
শক্তির বিচারে স্পেন এগিয়ে থাকলেও মাঠের খেলায় তাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে মরক্কো। স্পেনের টিকিটাকার সামনে আক্রমণাত্মক ফুটবল খেলে বারবার স্পেনের ডিফেন্সকে হিলিয়ে দিয়েছে তারা। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
কিন্তু ১২০ মিনিটেও দুই দল গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচের জয়ী নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের প্রথম শটে মরক্কো গোল পেলেও গোল মিস করে স্পেন। দ্বিতীয় শটে অবশ্য গোল পায়নি মরক্কো। ফলে স্পেনের সামনে সুযোগ আসে সমতায় ফেরার। কিন্তু নিজেদের দ্বিতীয় শটেও গোল দিতে ব্যর্থ হয় স্পেন। তৃতীয় শটে মরক্কো গোল করায় এবার স্পেনের গোল করা ফরজ হয়ে পড়ে। কিন্তু একি! দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সার্জিও বুটসকেটসও সুযোগ মিস করে বিশ্বকাপের স্বপ্ন ভেস্তে দেন তিনি। ফলে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে চলে যায় মরক্কো।