সুইসদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে রোনালদোর পর্তুগাল


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২


সুইসদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে রোনালদোর পর্তুগাল
রোনালদোবিহীন পর্তুগালের বিশাল জয়

রীতিমতো সুইজারল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। শেষ ১৬তে সুইসদের জালে ৬ গোল দিয়ে পরের রাউন্ডে পা দিয়েছে পর্তুগীজরা। 


সবাইকে অবাক করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগালের  একাদশ সাজান কোচ ফার্নান্দো সান্তোস। জায়গা হারিয়েছেন। তবে মাঠে রোনালদোর অভাবটা বুঝতেই দেয়নি পর্তুগাল। প্রথমার্ধেই সুইজারল্যান্ডের জালে দুই গোল দিয়ে বিরতিতে যায় তারা।

১৭ মিনিটে পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন তরুণ তুর্কি গনসালো রামোস। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের অভিজ্ঞ খেলোয়াড় পেপে।


বিরতি থেকে ফিরে আরও ভয়ংকর ফুটবল খেলে পর্তুগাল। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে জয় প্রায় নিশ্চিত করেন রামোস। ম্যাচের ৫৫ মিনিটে পর্তুগালের হয়ে চতুর্থ গোলটি করেন গুরেইরো। 


এরপর এক গোল শোধ দেয় সুইজারল্যান্ড। ৫৮ মিনিটে সুইসদের হয়ে গোলটি করেন ম্যানুয়েল আকাঞ্জি। এরপর আবারও গোলের বন্যা শুরু করে পর্তুগাল। ৬৭ মিনিটে চলতি বিশ্বকাপের প্রথম হ্যাট্রিকটি করেন রামোস। ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো বলে দারুণ এক গোল করে পর্তুগালের পঞ্চম গোলটি করেন তিনি। এরপর ৭৩ মিনিটে রোনালদো মাঠে নামলেও এদিন গোলের দেখা পাননি তিনি। উল্টো ৮৭ মিনিটে বদলি হিসেবে নামা রাফায়েল লিয়াও ৯২ মিনিটে পর্তুগালের হয়ে শেষ গোলটি করেন। ফলে ৬-১ গোলের জয় নিয়ে কোয়ার্টারে জায়গা নিশ্চিত করলো পর্তুগাল। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ স্পেনকে বিশ্বকাপ থেকে বিদায় করা মরক্কো।