চাপে বাংলাদেশ, হাসপাতালে রোহিত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের পেসারদের তোপে ১৭ ওভার শেষ না হতেই ৪ উইকেট হারিয়েছে টাইগাররা। ১৭ ওভার শেষে টাইগারদের ৪ উইকেটে ৬৯ রান।
শুরুতেই দলীয় ৫২ রানে ৩৫ বলে ২১ রান করে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার আগে দারুণ নৈপুণ্য সাজানো তিনটি চার উপহার দেন তিন নম্বরে নামা এই টাইগার ব্যাটার। ভারতীয় পেসার উমরান মালিকের ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতির কাছে পরাস্ত হয়েছেন শান্ত। এক চারে ২০ বলে ৮ রান করে ফেরেন সাকিব আল হাসান।
এদিকে, ইনিংসের দ্বিতীয় ওভারে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ফিল্ডিং করতে গিয়ে বুড়ো আঙুলে আঘাত পান রোহিত।
ভারতের বোর্ড টুইটে করে জানিয়েছে, 'দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বুড়ো আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের চিকিৎসকরা দেখছেন। স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে।'
জেবি/এসবি