রিয়াদ-মিরাজের অর্ধশতকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:১৯ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২


রিয়াদ-মিরাজের অর্ধশতকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
অর্ধশতকের দেখা পেয়েছে রিয়াদ এবং মিরাজ

প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ের পর ভারত বধের মিশনে দ্বিতীয় ম্যাচে প্রথমেই ভারতের বোলিং তাণ্ডবে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১৯ ওভারে মাত্র ৬৯ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে খাঁদের কিনারা থেকে তুলে সামনে নিয়ে চলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি মিরাজ।


বুধবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। প্রথম ইনিংসে লিটনের সঙ্গে ওপেন করতে নেমে ব্যক্তিগত ১১ রানেই সাজঘরে ফেরেন বিজয়। মোহাম্মদ সিরাজের বলে এলবিডাব্লিউ'র ফাঁদে পড়ে মাঠ ছাড়েন তিনি। বিজয়ের পর আউট হন লিটন দাসও। সেই সিরাজের বলেই বোল্ড হয়ে ২৩ বলে ৭ রান করে ফেরেন তিনি। 


এরপর ১৪ তম ওভারে উমরান মালিকের ১৫১ কিলোমিটার/ঘণ্টার বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। ৩৫ বলে ৩ বাউন্ডারিতে ২১ রান করে ফেরেন তিনি। এরপর ব্যক্তিগত ৮ রানে আউট হন সাকিব। ওয়াশিংটন সুন্দরের বলে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। এক ওভার পর ১৯তম ওভারে এসে পর পর দুই বলে দুই উইকেট নেন ওয়াশিংটন। ১৯তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে মুশফিক ও আফিফ হোসেনকে ফেরান তিনি। 


তারপরই ম্যাচের হাল ধরতে মাঠে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং আগের ম্যাচের জয়ের নায়ক মেহেদি মিরাজ। বিপর্যয়ে পড়া বাংলাদেশকে এদিনও ব্যাটিং দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন মিরাজ। আর তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে চলেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। সপ্তম উইকেট জুটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তারা। দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান। মাহমুদউল্লাহ ৫০ আর মিরাজ ৫৭ রানে অপরাজিত আছেন।


বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ  হোসেন, মেহেদি হাসান মিরাজ,  এবাদত হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।


ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়্যার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।