কাতার বিশ্বকাপ: জেনে নিন কোয়ার্টারে কে-কখন-কার মুখোমুখি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২:৪০ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২

শেষ হয়েছে কাতার বিশ্বকাপের নক আউট পর্বের খেলা। এখন বিশ্বকাপ জেতার স্বপ্নে টিকে আছে মোট ৮দল। পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ড, ইংল্যান্ড, মরক্কো, ক্রোয়েশিয়া-এই আট দলের মধ্যে যেকোনো চারটি দল নিশ্চিত করবে সেমিফাইনালের টিকিট।
মরুর বুকে প্রথম বিশ্বকাপের সোনালী ট্রফি শেষ পর্যন্ত কার হাতে উঠবে, তার জন্য অপেক্ষা করতে হবে আরও ৭টি ম্যাচ। চমক দেখিয়ে নক-আউট পর্বে আসলেও পরে আর নিজেদের মেলে ধরতে পারেনি দক্ষিণ কোরিয়া, জাপান বা সেনেগালের মতো দলগুলো। এদিকে, আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। তার আগে চলুন এক নজরে দেখে নেই কোয়ার্টার ফাইনালে কোন দল কবে কখন কার মুখোমুখি হচ্ছে-
সময়সূচী
৯ ডিসেম্বর, শুক্রবার (ব্রাজিল-ক্রোয়েশিয়া), রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম
৯ ডিসেম্বর, শুক্রবার (নেদারল্যান্ডস-আর্জেন্টিনা) রাত ১টা, লুসাইল স্টেডিয়াম
১০ ডিসেম্বর, শনিবার (পর্তুগাল-মরক্কো) রাত ৯টা, আল থুমামা স্টেডিয়াম
১০ ডিসেম্বর, শনিবার (ফ্রান্স-ইংল্যান্ড) রাত ১টা, আল বাইত স্টেডিয়াম