অবসর নিলেন ইডেন হ্যাজার্ড


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৭ এএম, ৮ই ডিসেম্বর ২০২২


অবসর নিলেন ইডেন হ্যাজার্ড
বেলজিয়ামের হয়ে অবসর নিলেন হ্যাজার্ড

ইনজুরি আর ইডেন হ্যাজার্ড যেন একে অপরের পরিপূরক। বেশ কিছুদিন ধরেই ইনজুরি সমস্যায় মাঠেই নামেননি তিনি। জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদেও ইনজুরির কারণে মাঠে নিয়মিত হতে পারেননি। তবুও চলতি বিশ্বকাপে বেলজিয়াম দলে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপে বেলজিয়ামের ব্যর্থতার পর এবার জাতীয় দলকে বিদায় জানালেন হ্যাজার্ড।


সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের ঘোষণা দিয়েছেন এই তারকা। বুধবার (৭ নভেম্বর) রিয়াল মাদ্রিদের এই তারকা নিজের  ইনস্টাগ্রাম একাউন্টে এক পোস্ট দিয়ে লেখেন, 'আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ ২০০৮ সাল থেকে যে আনন্দ আপনারা আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন, তার জন্যও। আমি আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানা সিদ্ধান্ত নিয়েছি। উত্তরসূরিরা প্রস্তুত। আমি আপনাদের মিস করবো।'


গত সপ্তাহে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করার পর গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বেলজিয়াম দল। অথচ ২০১৮ বিশ্বকাপেও দলটি সেমিফাইনালে উঠেছিল। যাদেরকে কিছুদিন আগেও বলা হচ্ছিল বেলজিয়ামের 'সোনালি প্রজন্ম'। কিন্তু এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে ভালো শুরু পাওয়া দলটি পরের ম্যাচে হেরে বসে মরক্কোর কাছে। এই মরক্কো আবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা রাখে এবং সেখানে তারা হারিয়ে দেয় ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনকে।