টাইগারদের বোলিং তোপে তিন উইকেট হারিয়ে চাপে ভারত


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২


টাইগারদের বোলিং তোপে তিন উইকেট হারিয়ে চাপে ভারত
কোহলির উইকেট নিয়ে আনন্দে ভেসেছেন এবাদত

বাংলাদেশের দেয়া বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই বিপদে পড়েছে ভারত। কোহলি ও ধাওয়ানের দ্রুত বিদায়ের পর সাকিবের বলে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ায় খেলায় চালকের আসনে অবস্থান করছে টাইগাররা। 


দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই কোহলি সাজঘরের পথ দেখান টাইগার পেসার এবাদত হোসেন। এবাদতের কথা শর্ট পিচ বল কোহলির ব্যাটে লেগে স্ট্যাম্প গুঁড়িয়ে দেয়। ৬ বল খেলে ব্যক্তিগত ৫ রানেই এদিন থামে কোহলির ইনিংস। পরের ওভারেই ভারতকে দ্বিতীয় ধাক্কা দেয় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ফিজের করা বলে মিরাজের হাতে ক্যাচ তুলে আউট হন ধাওয়ান। ১০ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন এই ড্যাশিং ব্যাটার। এরপর নিজের প্রথম ওভারে এসেই ওয়াশিংটন সুন্দরকে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের করা বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওয়াশিংটন। 


এরআগে বুধবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। প্রথম ইনিংসে মাত্র ৬৯ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। কিন্তু শঙ্কা কাটিয়ে দলকে জয়ের পথে নিয়ে আসে আগের ম্যাচের নায়ক মেহেদি মিরাজ। মিরাজের দুর্দান্ত এক শতকে ভারতের বিপক্ষে ২৭১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের ৭৭ রানের ইনিংসটি বাংলাদেশের বড় সংগ্রহে কার্যকরী ভূমিকা রাখে। 


এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৯ রান। ১৪ রানে শ্রেয়াস আইয়্যার এবং কে এল রাহুল ০ (শূন্য) রানে অপরাজিত আছেন।


বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ  হোসেন, মেহেদি হাসান মিরাজ,  এবাদত হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।


ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়্যার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।