জানা গেল রোনালদোকে বেঞ্চে রাখার কারণ!


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬:১১ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২


জানা গেল রোনালদোকে বেঞ্চে রাখার কারণ!
বেঞ্চে বসে সুইসদের বিপক্ষে সময় কেটেছে রোনালদোর

সময়টা মোটেও ভালো যাচ্ছে না রোনালদোর। মাঠ এবং মাঠের বাইরের নানা ইস্যুতে গেল কয়েকমাস ধরেই চাপের মধ্যে রয়েছে এই পর্তুগীজ সুপারস্টার। যদিও ক্যারিয়ারে বহুবার পাহাড়সম চাপ সামলে ফিরে আসার নজির রয়েছে রোনালদোর। কিন্তু এই বেলা ফিরে আসার কোনো লক্ষণ দেখা যায়নি। হয়তো মন সায় দিলেও শরীরটা আর আগের মতো সায় দিচ্ছে না!


সম্প্রতি কোচের সাথে ঝামেলায় জড়িয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। ম্যাচে না খেলানোয় কোচের সঙ্গে মনোমালিন্য শুরু হয়। শেষ পর্যন্ত বহু আলোচনা সমালোচনার পর ম্যান ইউ ছাড়তে বাধ্য হন রোনালদো। এদিকে, শুধুই কী ক্লাব! গতরাতে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে পর্তুগাল ম্যাচের প্রথম একাদশে রোনালদোর না থাকা! শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিলেও খেলার ৭০ মিনিত মাঠে ছিলেন না রোনালদো।


যখন ফিরলেন তখন দলের জয় নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে, রোনালদোর জায়গায় খেলা ২১ বছর বয়সী স্ট্রাইকার গনসালো রামোসের হ্যাট্রিকেই জয় নিশ্চিত হয় পর্তুগালের। কিন্তু বড় জয়ের পরও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নবিদ্ধ পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। 


এই ব্যাপারে ব্যাখ্যা দিয়ে সান্তোস বলেন, 'আমি ইতোমধ্যে এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি, আবার ব্যাখ্যা দিতে চাই না। দলের সবাই ভিন্ন ভিন্ন খেলোয়াড়। কৌশলগত কারণে তাকে একাদশের বাইরে রাখা হয়েছে।' এদিকে, রোনালদোর সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এই কোচ বলেন, 'রোনালদোর সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, আমরা অনেকদিন ধরে একে অপরকে চিনি এবং আমাদের সম্পর্ক খুবই ভালো। অধিনায়ক হিসেবেও রোনালদো দুর্দান্ত।'