ভারতের পর পর দুই উইকেটের পতন, জয়ের পথে বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৪ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২


ভারতের পর পর দুই উইকেটের পতন, জয়ের পথে বাংলাদেশ
আজকের নায়ক মিরাজ

ভারতের টপ অর্ডারকে দ্রুত ধসিয়ে দিলেও শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের জুটি বাংলাদেশের জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সেই শঙ্কা দূর করে শ্রেয়াস আইয়ারের কাঙ্ক্ষিত উইকেটটি পেয়েছেন আজকের ম্যাচে বাংলাদেশের নায়ক মেহেদি হাসান মিরাজ। 


মিরাজের পরেই ফের আঘাত আনেন টাইগার পেসার এবাদত হোসেন। ৫৬ রান করা অক্ষর প্যাটেলের উইকেটটি নেন তিনি। অন্যদিকে, ৮২ রান করে সাজঘরে ফেরেন শ্রেয়াস আইয়ার। ১৮ ওভারে ৬৩ রান তোলা ভারত যখন ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন শ্রেয়াস-প্যাটেল জুটি ভারতের হয়ে রানের চাকা সচল রাখে। এই জুটির ফলে বেশ চাপে পড়ে বাংলাদেশ। দুই ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে ১০৭ রানের জুটি পায় ভারত। কিন্তু ৩৫তম ওভারে মেহেদি মিরাজের বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে আফিফের কাছে তালুবন্দি হন ৮২ রান করা শ্রেয়াস। 


পরের ওভারে এবাদতের হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন দাস। অধিনায়কের বিশ্বাসের প্রতিফলন দেখিয়েছেন এবাদত। পরের ওভারেই আরেক সেট ব্যাটার অক্ষর প্যাটেলকে আউট করেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৫ রান। ৫ রানে শার্দুল ঠাকুর এবং দীপক চাহার ১ রানে অপরাজিত আছেন। জেতার জন্য ভারতের প্রয়োজন ৭৭ রান। হাতে আছে ৫৪ বল এবং ৪ উইকেট।


বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ  হোসেন, মেহেদি হাসান মিরাজ,  এবাদত হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।


ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়্যার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।