মিরাজকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি পাপন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২

হাতে এক ম্যাচ রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে জেতান মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
এদিন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়ে যান মিরাজ। ম্যাচশেষে এই সিরিজ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছনে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।
তিনি বলেন, ‘আমার ধারণা ছিল আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতবো। এই ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই আশ্চর্য হয়েছি। দুটো খেলাতেই আপনারা যদি দেখেন মিরাজ, যেটা (যাকে) আমরা ধরি নাই। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলছি, আরে পরপর দুদিন কীভাবে হবে। একদিন করে ফেলল রোজ (প্রতিদিন) তো হয় না। তো আজকেও করলো। ’
জেবি/এসবি