ফের বাড়লো চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:২৫ এএম, ৯ই ডিসেম্বর ২০২২


ফের বাড়লো চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ
চাল | ফাইল ছবি

ফের চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ বাড়িয়েছে সরকার। এর আগে চলতি বছরের ৩১ ডিসেম্বর এ সুবিধা শেষ হওয়ার কথা ছিল। এবারে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সেদ্ধ চাল ও আতপ চালে আমদানি শুল্ক অব্যাহতি এবং ৫ শতাংশ হারে ব্যবসায়ীদের রেগুলেটরি ডিউটির সুবিধা দেওয়া হবে। 


বুধবার (৭ ডিসেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাড়ের আওতায় চাল আমদানি করতে হলে প্রত্যেক চালানের জন্য অবশ্যই খাদ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার অনুমতি নিতে হবে।


বর্তমান সময়ে চাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে।


জেবি/এসবি