বাংলাদেশকে কানাডা বানিয়ে বিপাকে আইসিসি


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৮ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২


বাংলাদেশকে কানাডা বানিয়ে বিপাকে আইসিসি
এভাবেই বাংলাদেশের জায়গায় কানাডার ক্রিকেটারদের ছবি ব্যবহার করে আইসিসি

ভারতকে হারিয়ে দেশের মাটিতে দ্বিতীয়বারের মতো সিরিজ জিতেছে টাইগাররা। ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও বাংলাদেশের এই জয়ে তাদের অভিনন্দন জানিয়েছে। কিন্তু ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করে বিপাকে পড়েছে সংস্থাটি।


ভারতের সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের আগে বাংলাদেশকে নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে আইসিসি। কিন্তু পোস্টে বাংলাদেশের ক্রিকেটারদের ছবি ব্যবহার না করে কানাডার খেলোয়াড়দের ছবি পোস্ট করে তারা। এতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। অনেকে আবার বিষয়টি নিয়ে চরম ক্ষোভও প্রকাশ করেছে।


বুধবার (৭ ডিসেম্বর) ভারত-বাংলাদেশ ম্যাচের আগে আইসিসির টুইটার হ্যান্ডেলে দেয়া পোস্টে লেখা ছিল, 'দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে কি সিরিজ জিততে পারবে বাংলাদেশ? মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখানে লাইভ আপডেট দেখুন।' তবে তারা ভুলটা করে বসে ছবিতে। সেখানে বাংলাদেশের বদলে কানাডার খেলোয়াড়দের ছবি ব্যবহার করে তারা। পরে নেটিজেনদের ট্রলের মুখে ছবিটি মুছে দেয়া হয়। কিন্তু এমন ধরণের ভুল করায় বাংলাদেশি নাগরিকদের রোষানলে পড়ে আইসিসি। যদিও সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলোতে আইসিসির এমন ভুল এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এই ধরণের ভুল করেছিল তারা।