ভারতীয় শিবিরে দুঃসংবাদ, দেশে ফিরছেন রোহিত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৪ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২

বাংলাদেশের কাছে সিরিজ হেরে লজ্জায় ডুবেছে ভারত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করেছে টাইগাররা। তবে তৃতীয় ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ায় সিরিজের আরেক ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন ভারত দলের কোচ রাহুল দ্রাবিড়।
ইনজুরিতে পড়ায় দেশে ফিরতে হবে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। বুধবার (৭ ডিসেম্বর) প্রথম ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে হাতের আঙুলে চোট পান রোহিত। সঙ্গে সঙ্গে মাঠ থেকে হাসপাতালে নেয়া হয় তাকে। ফিল্ডিংয়ের বাকি সময় মাঠে না থাকলেও আঙ্গুলে ব্যান্ডেজ করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন তিনি। ২৮ বলে অপরাজিত ৫১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি।
দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে পারলেও সিরিজের বাকি সময় দলের সঙ্গে থাকা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ছেড়ে মুম্বাইয়ে পথে রওনা হয়েছেন তিনি। রাহুল দ্রাবিড় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, 'কিছু চোট সমস্যায় ভুগছি, যা আমাদের জন্য আদর্শ নয়। কুলদীপ, দীপক চাহার ও রোহিত শর্মা তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না। রোহিত মুম্বাই ফিরে গিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিবে। টেস্ট ম্যাচে ফিরতে পারবে কি না, আমি নিশ্চিত নই। তবে এটা নিশ্চিত যে, সে পরের ম্যাচে খেলতে পারছে না।'