পুঁজিবাজার
আইপিওর অর্থ ব্যবহারের সময় বেড়েছে এডিএন টেলিকমের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৪ এএম, ৯ই ডিসেম্বর ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকমের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারে সময় বৃদ্ধি করা হয়েছে। কোম্পানিটির আইপিও’র অব্যবহৃত অর্থ ব্যবহারের সময় আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এই সম্মতি জানিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এডিএন টেলিকমের আইপিওর মাধ্যমে উত্তোলিত অব্যবহৃত ১৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার মধ্যে ৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৮৯ টাকা বিএওমআরই প্রকল্পের জন্য ব্যয় করা হবে।
জেবি/এসবি