ভারতের হোয়াইটওয়াশ দেখতে যেভাবে কাটবেন ম্যাচের টিকিট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৩ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়লেন সাকিব-মুশফিকরা।
এদিকে, সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডের জন্য চট্টগ্রামে ইতিমধ্যে পৌঁছেছে দুই দল। হোয়াইটওয়াশের লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা। ম্যাচের আগে তাই টিকিটের মূল্য এবং প্রাপ্তির স্থান সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, '৯ ডিসেম্বর থেকে চট্টগ্রামের দুই জায়গায় মিলবে ম্যাচ টিকিট। সাগরিকা টিকিট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারে পাওয়া যাবে তৃতীয় ওয়ানডের টিকিট। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেষ ওয়ানডের টিকিট বিক্রি করা হবে। শর্তসাপেক্ষে টিকিট পাওয়া যাবে ম্যাচের দিনেও। টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা।' ১০ ডিসেম্বর দুপুর বারোটায় শুরু হবে ম্যাচটি।
৩য় ওয়ানডের টিকিট মূল্য-
- গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
- রুফটপ হসপিটালিটি- ১৫০০ টাকা
- ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০ টাকা
- ক্লাব হাউজ- ৫০০ টাকা
- ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
- ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।