এনরিককে বহিষ্কার করলো স্পেন


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫:১১ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২


এনরিককে বহিষ্কার করলো স্পেন
লুইস এনরিক

অবশেষে স্পেনের কোচের পদ থেকে বহিষ্কার করা হলো বিশ্বকাপে নেতৃত্ব দেয়া লুইস এনরিককে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে স্পেনের জাতীয় ফুটবল দলের সঙ্গে এনরিকের সম্পর্ক ছিন্নের বিষয়টি নিশ্চিত করে।


বিশ্বকাপে প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়ে দারুণ সূচনা করা স্পেন শেষ ১৬তে মরক্কোর সঙ্গে টাইব্রেকারে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। বিশ্বকাপে ব্যর্থতার ২দিন পরেই দলটির কোচ লুইস এনরিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল স্পেন। বিশ্বকাপে এমন হারের পর ফুটবলারদের সমালোচনায় মেতেছিলেন স্পেনের ক্রীড়া সাংবাদিকরা। তবে ঢাল হয়ে শিষ্যদের রক্ষা করেছিলেন এনরিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, 'আপনি কি খেলা দেখেছেন? কোথায় ছিলেন, পেছন ফিরে? আমরা যদি কিছু করে থাকি, তা হলো খেলায় আধিপত্য বিস্তার করেছি। কিছু সুযোগ তৈরি করার জন্য আমাদের দোষ দেয়া যেতে পারে। আমাদের লক্ষ্যের অভাব ছিল। তবে আমার দল যা করেছে, তাতে আমি বেশ সন্তুষ্ট। তারা ফুটবল সম্পর্কে আমার ধারণা পুরোপুরি বাস্তবায়ন করেছে। আমি তাদের নিয়ে গর্বিত। টাইব্রেকে ইয়াসিন বউনু (প্রতিপক্ষ গোলরক্ষক) ছিল দর্শনীয়।'


এদিকে ফুটবলার নির্বাচনে কোন ভুল হয়েছে কিনা কিংবা স্পেনের কিছুর অভাব আছে কিনা, জানতে চাইলে সেদিন এনরিক বলেছিলেন, 'আমার যে খেলোয়াড়দের প্রোফাইল আছে তাতে আমি খুব খুশি। তাদের আমিই বেছে নিয়েছি এবং আমি তাদের সঙ্গে মৃত্যুর দিকে যাব। আমি আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাই, তারা আসরে প্রতিযোগিতা করেছে। ভক্তদের পুরস্কৃত করতে না পারার জন্য আমরা দুঃখিত।'