পাবনায় আর্ন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৩ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২২


পাবনায় আর্ন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দুর্নীতি বিরোধী দিবস | ছবি: জনবাণী

"দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব" এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় নানা আয়োজনে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 


এ উপলক্ষে শুক্রবার (০৯ ডিসেম্বর ) সকালে পাবনা জেলা প্রশাসকের চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। দিবসের  অংশ হিসেবে দোয়েল চত্বরে অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী বিশাল মানববন্ধন।


পরে পাবনা পুলিশ লাইনের শহীদ বীরমুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. খায়রুল হক, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,এনএসআই এর উপ পরিচালক কামরুল হাসান প্রমুখ।


বক্তারা বলেন,দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি। নিজ  নিজ জায়গা থেকে সবাইকে দুর্নীতিকে না বলতে হবে।


অনুষ্ঠানে  সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরএক্স/