ভেজাল কোকেন সেবনে নিহত ১৭, আহত অর্ধশতাধিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভেজাল কোকেন সেবনে  নিহত ১৭, আহত অর্ধশতাধিক

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে জাল কোকেন সেবন করে মারা গেছেন অন্তত ১৭ জন। হাসপাতালে ভর্তি পঞ্চাশেরও বেশি। লাতিন অ্যামেরিকায় আর্জেন্টিনা কার্যত মাদকের রাজধানীতে পরিণত হয়েছে। একাধিক ড্রাগ কার্টেল বা মাদক পাচারকারী দেশের রাজনীতির সঙ্গে যুক্ত। বস্তুত বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, আর্জেন্টিনার মাদকচক্র দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে।

এই পরিস্থিতিতে বুধবার দেশের প্রশাসন জানিয়েছে, রাজধানী বুয়েনস আয়ার্সে জাল মাদক খেয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৪ জনকে। তারাও মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

জানা গেছে, মৃত এবং অসুস্থ সকলেই কোকেন সেবন করেছিলেন। প্রশাসনের ধারণা, সম্প্রতি বুয়েনস আয়ার্সের ওই অঞ্চলে যে কোকেন বিক্রি হচ্ছে, সেখানে কোকেনের সঙ্গে আরও কোনো রাসয়নিক মেশানো হয়েছিল। সেই রাসায়নিক সরাসরি স্নায়ুতন্ত্রে গিয়ে আঘাত করছে। যার জেরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

প্রশাসনের দাবি, দাম কমানোর জন্য বহু সময়েই মাদক ব্যবসায়ীরা কোকেনে নানা ধরনের রাসায়নিক মিশিয়ে দেয়। বহু সময়েই দেখা যায়, সেই রাসায়নিকের প্রভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বেশ কিছু মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের মাধ্যমে কোকেনের ডিলারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। স্থানীয় প্রশাসন টেলিভিশনে বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই অঞ্চলে কোনো ব্যক্তি যেন সম্প্রতি কেনা কোকেন সেবন না করেন।

আর্জেন্টিনায় প্রকাশ্যে কোকেনের মতো মাদক বিক্রি হয়। সরকার বহুবার তা বন্ধ করার কথা বললেও বাস্তবে তা সম্ভব হয়নি। কারণ মাদকচক্রগুলি অত্যন্ত সক্রিয়। তারা সরকার বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলেও বিশেষজ্ঞদের বক্তব্য। আর্জেন্টিনার পাশেই বলিভিয়া এবং প্যারাগুয়ে। ওই দুই দেশেও সক্রিয় মাদকচক্র। বিপুল পরিমাণ মাদক তৈরি হয় সেখানে।

এসএ/