হোয়াইটওয়াশ মিশন
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে একাধিক পরিবর্তন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২২

ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের মিশনে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এ নিয়ে সিরিজে টানা তৃতীয়বারের মতো টস জিতলেন উক্ত সিরিজে দায়িত্ব পাওয়া এই অধিনায়ক।
এদিকে শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের শেষ ওয়ানডেটি শুরু হবে দুপুর ১২টায়। ঢাকায় প্রথম দুই ওয়ানডে জিতে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এর আগেও একবার সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিন্তু হোয়াইটওয়াশের স্বাদ পায়নি। এবার কি ভারতকে ৩-০ ব্যবধানে হারাতে পারবে বাংলাদেশ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা পর্যন্ত।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বী। এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে নেয়া হয়েছে দলে। ভারতীয় দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। রোহিত শর্মার পরিবর্তে খেলছেন ইশান কিশান। দীপক চাহারের জায়গায় খেলছেন কুলদ্বীপ যাদব।