গোল দিয়ে যে কারণে ব্যতিক্রমী উদযাপন করেন মেসি!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২২

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দুর্দান্ত পারফর্মেন্স করে ম্যাচে জয়ের নায়কের পুরষ্কার পেয়েছেন মেসি। তবে সবকিছুকে ছাড়িয়ে আলোচনায় এসেছে পেনাল্টি থেকে গোল করে মেসির ব্যতিক্রমী উদযাপন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে পেনাল্টি থেকে গোল করে দুই কানের পাশে হাত দিয়ে উদযাপন করেন মেসি। একটা সময় আর্জেন্টিনার প্রাক্তন তারকা রিকোয়েলমে গোল করে এমনভাবেই গোল করে উদযাপন করতেন। মেসির এই উদযাপন দেখার পর সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।
অনেকে বলতে থাকেন, লুই ভ্যান গালকের উদ্দেশেই এমন সেলিব্রেশন করেছেন মেসি। একটা সময় বার্সেলোনায় কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নেদারল্যান্ডসের বর্তমান কোচ লুই ভ্যান গাল। সেসময় বার্সার হয়ে খেলতেন আর্জেন্টিনার প্রাক্তন খেলোয়াড় রিকোয়েলমে। অভিযোগ আছে, সেসময় রিকোয়েলমের সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন ভ্যান গাল। তাই বিশ্বকাপের মতো মঞ্চে ভ্যান গালের দলের বিপক্ষে গোল করে নিজ দেশের প্রাক্তন সতীর্থকে স্মরণ করেছেন মেসি। অনেকের মতে, রিকোয়েলমের অপমানের জবাব দিতেই লুই ভ্যান গালকে খোঁচা দিয়েছেন আর্জেন্টাইন এই জাদুকর।
গতকালের জমজমাট ম্যাচে ৯০ মিনিটে ২-২ গোলের সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও ব্যবধান অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত টাইব্রেকারে নেদারল্যান্ডকে পরাজিত করে সেমির টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। টাইব্রেকারে নেদারল্যান্ডের দুটি গোল রুখে দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখেন এমি মার্টিনেজ।