মেহেদির বোলিংয়ে দ্রুত উইকেট পেল বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২২


মেহেদির বোলিংয়ে দ্রুত উইকেট পেল বাংলাদেশ
দারুণ সময় পার করছেন মিরাজ

মেহেদি হাসান মিরাজ যেন নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। দেশের মাটিতে ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দারুণ অবদান রাখার পর এবার তৃতীয় ম্যাচেও শুরু করেছে নিজের ঝলক। সিরিজের শেষ ওয়ানডের নিজের প্রথম ওভারের প্রথম বলেই ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানের উইকেটটি তুলে নিয়ে টাইগারদের দ্রুত সফলতা এনে দিয়েছেন।


পঞ্চম ওভারের প্রথম বলে শেখর ধাওয়ানকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। আম্পায়ার প্রথমে নট আউট দিলে রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউ থেকে সফলতা পায় টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ভারতের সংগ্রহ ২৯ রান।    


এরআগে, ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের মিশনে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বী। এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে নেয়া হয়েছে দলে। ভারতীয় দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। রোহিত শর্মার পরিবর্তে খেলছেন ইশান কিশান। দীপক চাহারের জায়গায় খেলছেন কুলদ্বীপ যাদব।