ব্রাজিলের বিদায়, পদত্যাগ করলেন কোচ তিতে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২

৩ মিনিটের আক্ষেপে শেষ হয়ে গেছে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। ৯০ মিনিটে খেলার বিজয়ী না পাওয়ায় অতিরিক্ত সময়ে গড়িয়েছিল খেলা। ম্যাচের ১০৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেয় ব্রাজিল। গ্যালারিতে তখন জয়ের আনন্দে মেতেছে ব্রাজিলের সমর্থকরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ১১৭ মিনিটে অবিশ্বাস্য গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকারেই কপাল পুড়েছে ব্রাজিলের। ২০০২ সালের পর আরও একবার আশা জাগিয়েও বিশ্বকাপ পাওয়া হলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের! পূর্ণ হলো না হেক্সা মিশন। ম্যাচে ব্যর্থতার পর পদত্যাগ করেছেন ব্রাজিলের কোচ তিতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিজের পদত্যাগ ঘোষণা করেছেন এই কোচ। যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে এখনও নিশ্চিত করা হয়নি।
স্কাই স্পোর্টস, ডেইলি মেইল, গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক মিডিয়াগুলো জানিয়েছে, ম্যাচ শেষের ঘণ্টা দুয়েকের মধ্যে তিতে ব্রাজিল কোচের পদ থেকে সরে দাঁড়ান। স্কাই স্পোর্টস তিতের বিদায়ী ভাষণকে প্রকাশ করেন। যেখানে তিতে বলেন, 'যেমনটা আমি আগেই বলেছি, আমার সময় শেষ। আমি এটা বছর দেড়েক আগেই বলেছিলাম। নিজের দেয়া কথা রেখেছি আমি। আমার বিদায় নিয়ে এখন কোনো নাটক বের করা ঠিক হবে না। আমি তো এ কথা দেড় বছর আগেই বলেছি। আমার জায়গা নেয়ার জন্য আরও ভালো পেশাদার লোক আছেন। এখানে বিশ্লেষণ করার মতো অনেক কিছুই থাকবে। কিন্তু আমার সময় শেষ।'