বিশ্বের দ্রুততম 'ডাবল হান্ড্রেড' এর রেকর্ড গড়লেন ইশান কিশান


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


বিশ্বের দ্রুততম 'ডাবল হান্ড্রেড' এর রেকর্ড গড়লেন ইশান কিশান
অনবদ্য রেকর্ড গড়লেন ইশান কিশান

বাংলাদেশের বিপক্ষে অনবদ্য এক রেকর্ড গড়লেন ভারতের ব্যাটিং সেনসেশন ইশান কিশান। প্রথম দুই ওয়ানডেতে সুযোগ না মিললেও অধিনায়ক রোহিত শর্মা ইনজুরিতে পড়ায় এদিন ওপেনিংয়ে পাঠানো হয় ইশানকে। দায়িত্ব পেয়েই নিজের নাম চেনালেন হার্ড হিটার এই ব্যাটার।


এদিন মাত্র ১২৬ বলে ২০০ রান গড়ে বিশ্বের দ্রুততম 'ডাবল হান্ড্রেড' এর রেকর্ড গড়েন বাঁহাতি এই ব্যাটার। এরআগে ১৩৮ বলে ২০০ রান গড়ে বিশ্বের দ্রুততম 'ডাবল হান্ড্রেড' এর মালিক ছিলেন ক্রিকেট দানব ক্রিস গেইল। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। এছাড়া ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪০ বলে ২০০ রান করে এতদিন তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন ভারতের বীরেন্দার শেওয়াগ। এছাড়া ২০১০ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে শচিন টেন্ডুল্কারের ১৪৭ বলে ২০০ রানের ইনিংসটি এতদিন তৃতীয় দ্রুত 'ডাবল হান্ড্রেড' হিসেবে অবস্থান নিয়েছিল। 


এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৩৫ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ভারতের সংগ্রহ ২৯৫ রান। 


এরআগে, ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের মিশনে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বী। এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে নেয়া হয়েছে দলে। ভারতীয় দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। রোহিত শর্মার পরিবর্তে খেলছেন ইশান কিশান। দীপক চাহারের জায়গায় খেলছেন কুলদ্বীপ যাদব।


বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।


ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব।