ভারত-বাংলাদেশ সিরিজ

পূরণ হচ্ছে না হোয়াইটওয়াশের স্বপ্ন, মাঠে ধুঁকছে বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৬ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


পূরণ হচ্ছে না হোয়াইটওয়াশের স্বপ্ন, মাঠে ধুঁকছে বাংলাদেশ
একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। লিটন দাস ও এনামুল বিজয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ। কিন্তু বেশিক্ষণ ব্যাটিংয়ের সেই ধার টিকসই হলো না।


শুরুতে বিজয়ের উইকেট বিলিয়ে আসা। এরপর সাকিব এবং লিটন কিছুক্ষণ ধরে খেলার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। দলীয় ৪৭ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন। ২৬ বলে ২৯ রান এদিন শেষ হয় লিটনের ইনিংস। লিটন আউট হওয়ার পর উইকেটে স্থায়ী হওয়ার চেষ্টা করে দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মুশফিক। কিন্তু বরাবরের মতো আজও ব্যর্থ মুশফিক। ১৩ বল খেলে ৭ রান করে আউট হন তিনি।


মুশির বিদায়ের পর ইয়াসির আলি রাব্বিকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাকিব। কিন্তু দলীয় ১০৭ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। উমরান মালিকের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে আউট হন তিনি। ৩০ বলে ২৫ রান করে শেষ হয় রাব্বির ক্যামিও ইনিংস। রাব্বির আউটের পর মাহমুদুল্লাহকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করে ব্যর্থ হন সাকিব। কুলদ্বীপ যাদবের বলে ইনসাইড এজ হয়ে বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে ৫০ বলে ৪৩ রান করেন তিনি। 


সাকিবের বিদায়ের পর দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। ওয়াশিংটন সুন্দরের বলে রিয়াদ এবং শার্দুল ঠাকুরের বলে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন ভারত সিরিজে ফ্লপ থাকা আফিফ হোসেন ধ্রুব। রিয়াদ ২০ এবং আফিফ করেন ৮ রান। আগের দুই ম্যাচের নায়ক মেহেদি মিরাজও ফিরে যান মাত্র ৩ রান করে। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২৯ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান। উইকেটে এখন ব্যাট করছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ইশান কিশানের দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং বিরাট কোহলির সেঞ্চুরির ওপর ভর করে ৪০৯ রান সংগ্রহ করে ভারত। ২১০ রান করে আউট হন ইশান এবং ১১৩ রান করেন বিরাট কোহলি। 


বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।


ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব।