কাতার বিশ্বকাপ ২০২২
আজ যে একাদশে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২

মাঠের ফুটবল দিয়ে কাতার বিশ্বকাপে সকলের মনে জায়গা করে নিয়েছে মরক্কো। পুরো বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগালের বিপক্ষে আজ (১০ ডিসেম্বর) রাতে মাঠে নামবে তারা। এদিকে, মাঠের খেলায় অপ্রতিরোধ্য পর্তুগাল মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য আলোচনার শীর্ষে আছে।
চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে না রাখায় বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ ফুটবল খেলে ৬-১ গোলের জয় পায় তারা। এরপরই বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে শুরুর একাদশে থাকা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ রোনালদোর পরিবর্তে মাঠে নামা গনসালো রামোস ওই ম্যাচে হ্যাট্রিক করে দলকে বড় জয় উপহার দেন।
এদিকে, শনিবার (১০ ডিসেম্বর) মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে উঠার লড়াইয়ে শুরুর একাদশে রোনালদোকে রাখা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যদিও ফুটবল বিশ্লেষকদের মতে, সুইসদের ৬-১ গোলে উড়িয়ে দেয়া একাদশ ভাঙতে চাইবেন না পর্তুগালের কোচ। আর তাই আবারও বেঞ্চে জায়গা হতে পারে তার। তবে একাধিক গণমাধ্যমের মতে, আজকে পর্তুগালের একাদশে দেখা যাবে সিআরসেভেনকে।
পর্তুগালের সম্ভাব্য একাদশ:
দিয়োগো কস্তা (গোলরক্ষক), দিয়োগো দালত, পেপে, রুবেন দিয়াস, রাফায়েল গেরেরো, বের্নার্দো সিলভা, উইলিয়াম কারভালহো, ওতাভিও, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও ফেলিক্স ও ক্রিস্টিয়ানো রোনালদো।